মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ধামরাইয়ে কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে মতবিনিময় সভা

ধামরাই(ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২০, ২:৫০ পিএম

ঢাকার ধামরাইয়ে শরীফবাগ আফাজ উদ্দিন স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে মাদক গ্যাং সন্ত্রাস-জঙ্গিবাদ ও ইভটিজিং এর বিরুদ্ধে মতবিনিময় সভা করেছেন ধামরাই থানা পুলিশ।
আজ সোমবার( ৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে এ মতবিনিময় সভায় কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, ওসি অপারেশন মাসুদুর রহমান, ধামরাই প্রেসক্লাবের ২ বারের নির্বাচিত সাধারণ সম্পাদক আনিস উর রহমান স্বপন।

এসময় বক্তারা মাদক গ্যাং সন্ত্রাস-জঙ্গিবাদ ও ইভটিজিংয়ের বিষয়ে বিভিন্ন কুফল ও নেতিবাচক দিক গুলি তুলে ধরেন।
এ প্রসঙ্গে অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, অপরাধীকে খোঁজার চেয়ে অপরাধ যাতে না হয় সে দিকেই বেশী কাজ করছি। বিশেষ করে ছাত্রদের বিভিন্ন স্টাইলে হেয়ার কাটিং বিষয়ে আলোচনা করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন