শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

রাজশাহী বোর্ডে এসএসসি পরীক্ষার্থী দেড় লক্ষাধিক

প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : এবারের এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ডে গত বছরের চেয়ে পঁচিশ হাজারেরও বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এবার বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৫২ হাজার ৫৬৬ জন। গতবার এই শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো এক লাখ ২৭ হাজার ৫২০ জন। গতকাল দুপুরে রাজশাহী শিক্ষাবোর্ডে এক সংবাদ সম্মেলনে পরীক্ষার সার্বিক প্রস্তুতি সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়। এবার রাজশাহী শিক্ষাবোর্ডে ২২৭টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৪৫ হাজার ৬৯৮ জন। এছাড়াও অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে ৬ হাজার ৫৯০ জন ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীর সংখ্যা ২৭৮ জন। পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদ জানান, এবার রাজশাহী বোর্ডে ২ হাজার ৬১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এক লাখ ৫২ হাজার ৫৬৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ৭৯ হাজার ৭৬৬ জন ছাত্র এবং ৭২ হাজার ৮০০ জন ছাত্রী। ভিজিলেন্স ও ঝটিকা দলও গঠন করা হয়েছে। কেন্দ্রগুলোতে উত্তরপত্রসহ অন্যান্য উপকরণ পাঠানোসহ পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, জানান তিনি। এদিকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সময় বাড়িয়ে ৩০ মিনিট করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন