শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

‘শয়তানের হাতিয়ার শিরক-বেদাত’

মনোহরদী (নরসিংদী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসার ভাইস-প্রিন্সিপাল বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হাফেজ মাহমুদুল হাসান আল মাদানী বলেছেন, আমাদের মূল্যবান সম্পদ ঈমান যদি হারিয়ে ফেলি তা হলে আর কিছুই থাকবে না। এতে পরকালে অসহায় হয়ে যাবো। আমাদেরকে ঈমান হারা বানায় শয়তান। শয়তান হলো আমাদের ঈমান চোর। আর এ শয়তানের হাতিয়ার হচ্ছে শিরক, বেদায়াত। আসুন আমরা শিরক বেদায়াত থেকে দূরে থাকি। ঈমান রক্ষার কাজ হচ্ছে কালেমা, নামাজ রোজা। আর ধনীদের জন্য যাকাত ও হজ।
গত সোমবার রাতে মনোহরদী উপজেলার চন্দনপুর পূর্বপাড়া পাবলিক কবরস্থান পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান বক্তার বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন