৬ জানুয়ারি আওয়ামীলীগ সরকারের এক বছরপূর্তি হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণে গত ১১ বছরে তাঁর সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন তিনি। জাতির উদ্দেশে দেওয়া এই ভাষণ বিটিভি, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টেলিভিশন ও রেডিওতে একযোগে সম্প্রচার করা হয়। প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে স্যোশাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে নেটিজেনরা।
খন্দকার সাদরুজ্জামান তার ফেইসবুকে লিখেন, ‘আওয়ামী লীগ হচ্ছে হীরার টুকরা। যতই কাটবেন ততই তার রশ্মিতে আলোকিত হবে বাংলাদেশ। দেশ স্বাধীন হওয়ার পর দেশে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তার সবই আওয়ামী লীগ সরকারের অবদানে হয়েছে। বিশ্বের মানচিত্রে যুদ্ধ বিধ্বস্ত দেশকে উন্নয়নশীল দেশ হিসাবে একমাত্র জননেত্রী দেশরত্ন রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন, কীভাবে দেশের উন্নয়ন করতে হয়। যার কারণে আজ বাঙ্গালী জাতি ধন্য, একমাত্র শেখ হাসিনাতেই আত্মবিশ্বাস রাখার জন্য। ’
‘ক্যাসিনোসহ সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখুন। পাশাপাশি দলের মধ্যে শুদ্ধি অভিযান চালিয়ে যান। প্রকৃত আওয়ামীলীগ ও দেশ প্রেমিক নেতাদের হাতেই বাংলাদেশ নিরাপদ। তাই তাদেরকেই সকল স্তরে বসান।’ - প্রধানমন্ত্রীর প্রতি মিরাজুল ইসলামের অনুরোধ।
চলচ্চিত্র নির্মাতা রোমান কবির লিখেন, ‘দেশের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় শেখ হাসিনা সরকার সবসময় বদ্ধপরিকর। বিশেষ করে বহির্বিশ্বে নিজেদের সংস্কৃতিকে তিনি অনেক দূর নিয়ে গেছেন। সংস্কৃতি অঙ্গনের মানুষজন শেখ হাসিনার উন্নয়নে পাশে আছে। জয় বাংলা।’
বক্তব্যের প্রশংসা করে শামসুল এইচ খান লিখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও উপাত্তসহ বাস্তবসম্মত যুগোপযোগী সুন্দর বক্তব্যের জন্য ধন্যবাদ। সরকার প্রধান হিসেবে তার জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতার ভাণ্ডার যে পরিপূর্ণতা লাভ করেছে বুঝতে কারো বাকি থাকার কথা নয়।’
‘সকল দূর্নীতিবাজকে আইনের আওতায় আনা হোক এবং তাদের অবৈধ সম্পতি বাজেয়াপ্ত করার ব্যবস্থা করা হোক।’ - রাজিব এহসানের দাবি।
শুভকামনা জানিয়ে এমডি সুলতান মাহমুদ লিখেন, ‘আপনার জন্য রইল অনেক অনেক শুভ কামনা আমাদের মমতাময়ী মা। আরও এগিয়ে যান সফলতার সাথে সামনের পথে.........’
প্রধানমন্ত্রীর ছবি শেয়ার করে বাদশা আলম লিখেন, ‘ইনশা আল্লাহ। আপনার তুলনা শুধুই আপনি জননী। জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য যে সকল মহতী চিন্তা বাস্তবায়ন করেছেন, জনগণের মধ্যে যদি মনুষত্ববোধ থাকে তাহলে আপনার ওপর শতভাগ আস্থা ও বিশ্বাস রাখবে।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন