রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বায়ুদূষণে ফের শীর্ষে ঢাকা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

বিশ্বে বায়ুদূষিত শহরগুলোর মধ্যে আবার শীর্ষস্থানে উঠে এসেছে ঢাকার নাম। গতকাল মঙ্গলবার বৈশ্বিকভাবে বায়ুদূষণ পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা এয়ার ভিজুয়ালের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দুপুর ২টায় ঢাকার বাতাসে দূষণের পরিমাণ ছিল ২৪৫ একিউআই। যা বাতাসে দূষণের মাত্রার দিক থেকে ‘চরম অস্বাস্থ্যকর’।

ঢাকার পরপরই দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর। তালিকার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে ভারতের কলকাতা, চীনের শেনইয়াং এবং ভারতের রাজধানী নয়াদিল্লি।

বর্জ্য ব্যবস্থাপনা, কলকারখানা ও গাড়ির কালো ধোঁয়া, ব্যাপক খোঁড়াখুঁড়ি ইত্যাদি কারণে ঢাকার বাতাসকে মারাত্মকভাবে দূষিত করছে। প্রতিবছরই বিশ্বে বায়ুদূষণের কারণে এক লাখের বেশি মানুষ মারা যায়। বিশ্বে বায়ূদূষণে মৃত্যুর দিক থেকে বাংলাদেশ পাঁচ নম্বরে অবস্থান করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন