শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ইভিএম এ হাইমচর উপজেলা নিবাচনে ভোট গ্রহণ শুরু

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২০, ১০:৪৩ এএম

চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। এ প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট নেয়া হচ্ছে।

৩ পদে ১৪ প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। চেয়ারম্যান পদে প্রতিদ্বনিদ্বতা করছেন ৩ জন,ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী রয়েছেন।
যার মধ্যে চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত মো. নূর হোসেন পাটওয়ারী(নৌকা),বিএনপির মো. ইসাহাক খোকন(ধানের শীষ) এবং স্বতন্ত্র প্রার্থী মো. মোতালিব জমাদার (আনারস)।
৩১টি কেন্দ্রের সবগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ নির্বাচনে ৩ প্লাটুন বিজিবি,র‌্যাবের ১০টি টিম রয়েছে ।


১’শ ৩৪ বর্গকিলোমিটার আয়তনের হাইমচর উপজেলায় মোট ভোটার রয়েছে ৮০ হাজার ২’শ ৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪১ হাজার ৪’শ ১৭ জন এবং নারী ভোটার ৩৮ হাজার ৮’শ ১৭ জন।
এই উপজেলার ৬ ইউনিয়নে ৩১ কেন্দ্রে ২’শ বুথে প্রথম বারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিচ্ছেন ভোটাররা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন