তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, মস্কোতে যুদ্ধবিরতি আলোচনা পরিত্যাগ করার পরে খলিফা হাফতার যদি লিবিয়ায় পুণরায় লড়াই শুরু করে, তবে তাকে ‘শিক্ষা দেয়া’ হবে। মঙ্গলবার লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারের সঙ্গে নয় মাসের লড়াইয়ের সমাপ্তির লক্ষ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষর না করেই হাফতারের মস্কো ত্যাগের প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করলেন।
আঙ্কারায় দলের একটি সভায় এরদোগান বলেন, ‘যদি বিদ্রোহী হাফতার বৈধ প্রশাসন ও লিবিয়ায় আমাদের ভাইদের উপর আক্রমণ চালিয়ে যান তবে আমরা তাকে প্রাপ্য শিক্ষা দিতে দ্বিধা করব না।’ তিনি জানান, আগামী রোববার বার্লিনের আন্তর্জাতিক সম্মেলনে বিষয়টি নিয়ে আলোচনা হবে। এরদোগান বলেন, ‘চুক্তি না হলেও মস্কোর আলোচনাটি ইতিবাচক ছিল। কারণ এর ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিদ্রোহী হাফতারের প্রকৃত চেহারা প্রকাশ হয়েছে।’ সূত্র: নিউজ রিপাবলিক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন