শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্প

হাটহাজারী উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

বাংলাদেশ সেনাবাহিনী ২৪ পদাতিক ডিভিশন এর বার্ষিক ব্যবস্থাপনায় ১৮ ফিল্ড অ্যাম্বুলেন্স তত্বাবধানে বিনামূল্যে চিকিৎসা সেবা এর কার্যক্রম হাটহাজারী উপজেলার আলমপুরস্থ উত্তর পাহাড়তলী আর্দশগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে দ্বিতীয় দিনের মত গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়।
অধিনায়ক ১৮ ফিল্ড এ্যাম্বুলেন্স লে. কর্নেল মোহাম্মদ সফরজা হায়দার উক্ত চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন করেন। পরবর্তীতে এডিএম এস, ২৪ পদাতিক ডিভিশন কর্নেল এস এম হুমায়ুন কবীর উক্ত চিকিৎসা সেবা কার্যক্রম পরির্দশন করেন এবং রোগীদের খোঁজকবর নেন। উক্ত স্বাস্থ্য সেবা কার্যক্রম ১১০ জন চোখের রোগী সহমোট ৩৪৫ জন রোগীকে বিনামূল্য ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করেন। সম্বিলিত সামরিক হাসপাতাল চট্টগ্রাম এর চক্ষু বিশেষজ্ঞ লে. কর্নেল মোহাম্মদ মাহবুবুল হাসান ১৮ ফিল্ড অ্যাম্বুলেন্স কর্তৃক একই এলকার সরকারি ডেইরী ফার্ম আলীপুর এলাকস্থ স্থাপিত মোবাইল ফিল্ড হাসপাতালে চক্ষু রোগীদের পরীক্ষা নিরাক্ষার মাধ্যমে ব্যবস্থাপত্র প্রদান করেন। এতে চক্ষু রোগীদের মধ্যে ১০ জনসহ মোট ১৮ জন রোগীকে অপারেশন এর জন্য নির্ধারিত করেন। তাদেরকে পরবর্তীতে সম্মিলিত সামরিক হাসপাতাল চট্টগ্রামে বিনামূল্যে অপারেশন সহ সকল ঔষধপত্র সরবরাহকরা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন