বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ব্যর্থ সরকার এখন গদি রক্ষার উপায় খুঁজছে : ডা: জাহিদ

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২০, ৫:৩৩ পিএম

ব্যর্থ সরকার এখন গদি রক্ষার উপায় খুঁজছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘তৃণমূল এবং সকল পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলেই সরকারের এমন পরিস্থিতি।’ ডা. এ জেড এম জাহিদ হোসেন আরো বলেন, ‘দু:শাসন থেকে মুক্তি পাবার একমাত্র উপায় বর্তমান সরকারের বিদায়। তাদের বিদায়ের মাধ্যমেই জনগণের ভোটের অধিকার নিশ্চিত হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেই সাথে মানুষ তাদের হারানো অধিকার ফিরে পাবে।’ 

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরের নতুন বাজারস্থ জেলা বিএনপি কার্যালয়ে নবগঠিত মহানগর বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, অনাচার অত্যাচার দুর্নীতি ধর্ষন দ্রব্যমুল্য বৃদ্ধি শেয়ার বাজার থেকে শুরু করে ব্যাঙ্ক লুট, কারো মেয়ের জামাই বিদেশে গ্রেফতার কারো ছেলের বধু বিদেশে গ্রেফতার দুর্নীতির দায়ে এ অবস্থা।তা আজ সমাজে ছেয়ে গেছে। এই শ্বৈরাচারি সরকার, তারা এখন কিভাবে খালেদ জিয়াকে মুক্তি দিবে এর নানা রকমের মসলা বাতানি শুরু করেছে।

মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল। সভায় মহানগর বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, শাহ শিব্বির আহম্মেদ ভুলু, ফারজানা রহমান হুসনা, এড.এমএ হান্নান খান, কায়কোবাদ মামুন, একেএম মাহাবুবুল আলম মাহাবুব, শামীম আজাদ, লিটন আকন্দ। এ সময় মহানগর বিএনপির নবগঠিত কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বেগম খালেদা জিয়ার মুক্তি, দলের প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার ছেলে আরাফাত রহমান কোকো ও দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া মোনাজাত করা হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন