শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

একজন ভালো মা সংসার ও সমাজ গড়ার কারিগর- আলহাজ এ এম এম বাহাউদ্দীন

ফরিদগঞ্জ কেরোয়া হোসনেআরা বেগম আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

ফরিদগঞ্জ থেকে বি এম হান্নান ও মামুনুর রশিদ পাঠান | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২০, ৪:১৯ পিএম

বর্তমান বিশ্বে কোথাও পুরুষদের একক আধিপত্য নেই। সর্বত্রই মেয়েদের অংশগ্রহণ ও নেতৃত্ব রয়েছে। এক কথায় মেয়েরা কোথাও পিছিয়ে নেই। তবে একজন আদর্শবান নারী ও মা তৈরী করার লক্ষে এ বিদ্যালয় তথা শিক্ষাঙ্গন প্রতিষ্ঠা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ কেরোয়া হোসনেআরা বেগম আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ এ এম এম বাহাউদ্দীন এসব কথা বলেন।

জনাব এ এম এম বাহাউদ্দীন আরো বলেন, ক্ষয়ে যাওয়া সমাজ ব্যবস্থায় আদর্শবান মায়েদের খুবই অভাব। এ কারণে সুশিক্ষিত জাতি গঠনে মেয়েদের পড়ালেখায় মনোযোগী হওয়া খুবই জরুরী।

তিনি বলেন, মেয়েরা আগের মতো পিছিয়ে নেই। তারা দেশের নেতৃত্ব দিচ্ছে এবং দেবে। সরকারের উচ্চ পর্যায়ে চাকুরীর ক্ষেত্রে মেয়েরা অনেক অগ্রগামী।

তিনি অভিভাবকদের উদ্দেশ্য বলেন, আজকের ছাত্রী আগামীদিনের মা। তাই বাল্য বিয়ে বন্ধে সবাইকে সচেতন থাকতে হবে। সোচ্চার হতে হবে।

তিনি বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে সকল ধরনের সহযোগিতার কথা ব্যক্ত করেন। সহসাই বিদ্যালয়ের সীমানা প্রাচীর তৈরির কাজ শুরু করার আশ্বাস দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীলিপ কুমার রাউতের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে দোয়া পরিচালনা করেন, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. মাওলানা একে এক মাহবুবুর রহমান। কুরআন তেলাওয়াত করেন ছাত্রী ফারজানা আক্তার, মানপত্র পাঠ করেন তানজিনা আক্তার। এ সময়ে উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সদস্য সফিকুল ইসলাম পাটোয়ারী, তোফায়েল আহম্মদ, মো. শাহজালাল, দৈনিক ইনকিলাবের আইটি প্রধান সৈয়দ এ রহমান, সহকারী শিক্ষক রাজিব কুমার মজুমদারসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (19)
Samim ১৬ জানুয়ারি, ২০২০, ৪:২৬ পিএম says : 0
Akdom thik kotha bolesen
Total Reply(0)
Santa akter ১৬ জানুয়ারি, ২০২০, ৪:৩১ পিএম says : 0
You are right. Because mother is the first teacher of a child
Total Reply(0)
তারেক মাহমুদ ১৬ জানুয়ারি, ২০২০, ৪:৩৩ পিএম says : 0
আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়টি বুঝার তৌফিক দান করুক।
Total Reply(0)
আবু নোমান ১৬ জানুয়ারি, ২০২০, ৪:৩৩ পিএম says : 0
দেশ ও জাতির উন্নতির জন্য প্রয়োজন এরকম সুদূর প্রসারী চিন্তা-ভাবনার
Total Reply(0)
তামান্না ১৬ জানুয়ারি, ২০২০, ৪:৩৪ পিএম says : 0
আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট
Total Reply(0)
জালাল উদ্দিন ১৬ জানুয়ারি, ২০২০, ৪:৩৪ পিএম says : 0
ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন সাহেবে সংক্ষিপ্ত এই বক্তব্যের প্রত্যেকটি কথা খুবই মূল্যবান।
Total Reply(0)
Jabed ১৬ জানুয়ারি, ২০২০, ৪:৩৫ পিএম says : 0
Thanks for very nice and important speech
Total Reply(0)
Harunur Rashid ১৬ জানুয়ারি, ২০২০, ৪:৩৫ পিএম says : 0
যে কোন রাষ্ট্র ও সমাজের বড় ভিত্তি হচ্ছে মা।
Total Reply(0)
সেলিম উদ্দিন ১৬ জানুয়ারি, ২০২০, ৪:৩৬ পিএম says : 0
এই বিষয়গুলো নিয়ে ভাববার সময় এসেছে ।
Total Reply(0)
তানিয়া ১৬ জানুয়ারি, ২০২০, ৪:৩৬ পিএম says : 0
মায়ের হাতেই গড়ে ওঠে সন্তান সমাজ রাষ্ট্র পৃথিবী
Total Reply(0)
Jabair Ahammad ১৬ জানুয়ারি, ২০২০, ৯:৪২ পিএম says : 0
পৃথিবীর সব সন্তানের কাছে ‘মা’ শব্দটি যেমন সবচেয়ে দৃঢ় সম্পর্কের নাম, তেমনি সবচেয়ে পবিত্র ও মধুরতম শব্দের নাম।
Total Reply(0)
Md Amin ১৬ জানুয়ারি, ২০২০, ৯:৪৩ পিএম says : 0
Thanks a lot. সন্তানের জীবনের চরম সংকটকালে পরম সান্ত্বনা ও ভরসার স্থল হিসেবে যার কথা প্রথম মনে পড়ে তিনি মমতাময়ী মা।
Total Reply(0)
Md Ismail ১৬ জানুয়ারি, ২০২০, ৯:৪৩ পিএম says : 0
একজন আদর্শ মায়ের অভাবে ব্যক্তি, সমাজ ও জাতি বিপন্ন হতে বাধ্য। সুতরাং মা হিসেবে ইসলামে একজন নারীর অবস্থান বা মর্যাদা অকল্পনীয়।
Total Reply(0)
Jafrul Kabir ১৬ জানুয়ারি, ২০২০, ৯:৪৪ পিএম says : 0
মায়েরা সাধারণত আদর্শ হন। ইসলাম আদর্শ মা হওয়ার জন্য খুব বেশি কঠিন কোনো শর্ত দেয়নি। বিষয়টি খুব কঠিনও নয়। মায়েরা অনেক কাজই অতিরিক্ত করেন, যা তাদের ইসলাম বাধ্য করেনি। যেমন ধরুন, সন্তানের লালন-পালনের বিষয়টি। আমাদের দেশে মা-ই সন্তানকে দেখভাল করেন বললে ভুল হবে না। ফজরের আগে থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত মা তার সন্তানের জন্য সদা নিয়োজিত। কত কষ্টই না তারা করেন! আর বাবা থাকেন সারা দিন তার দুনিয়ার ব্যস্ততা নিয়ে।
Total Reply(0)
Khorshed Gazi ১৬ জানুয়ারি, ২০২০, ৯:৪৫ পিএম says : 0
প্রত্যেকটা মানুষের মনের কোণে এমন কিছু আবেগ লুকিয়ে থাকে যা প্রকাশ করতে না পারলে জীবনের সবকিছুই তুচ্ছ মনে হয়। আবেগ জড়িত ছোট্ট একটা ডাক হচ্ছে মা। অথচ এই ডাকে এতো মায়া যে এই শব্দে কাউকে ডাকতে না পারলে জীবনের সকল সুখ তুচ্ছ হয়ে যায়।
Total Reply(0)
Jahed Hassan ১৬ জানুয়ারি, ২০২০, ৯:৪৫ পিএম says : 0
মা হচ্ছেন এমন একজন মানুষ, যিনি হাজারও কষ্ট সহ্য করতে পারেন সন্তানের সুখের কথা ভেবে। তিনিই পারেন সমস্ত ব্যথা ভুলে যেতে সন্তানের মুখের দিকে চেয়ে; জন্মদাত্রী মা।
Total Reply(0)
Lutfar Rahman ১৬ জানুয়ারি, ২০২০, ৯:৪৬ পিএম says : 0
সন্তানের জন্ম থেকে আস্তে আস্তে বড় করে তোলার পেছনে একজন মায়ের কতটুকু অবদান থাকে তা পরিমাপযোগ্য নয়। ছোট থেকে বড় হওয়ার এই দীর্ঘ সময়ে সবচেয়ে বেশি জ্ঞান অর্জন করে থাকি আমরা পরিবার থেকে যেখানে মায়ের অবদান থাকে অন্য সবার চাইতে বেশি। তাই স্বাভাবিকভাবেই মায়েরা হয়ে উঠেন আমাদের প্রধান শিক্ষিকা।
Total Reply(0)
Kamrul Alam ১৬ জানুয়ারি, ২০২০, ৯:৪৬ পিএম says : 0
ভাল মন্দ বিচার করা, কথা বলা, আচার ব্যবহার এসবের সিংহভাগ জ্ঞান অর্জিত হয় মায়ের থেকে। একজন মা ও তার সেরাটা দিয়ে থাকেন সন্তানের জন্যে। প্রত্যেক মায়েরাই চান নিজেকে আদর্শ একজন মা হিসেবে তৈরি করতে। মা ও সন্তানের মধ্যেকার এই ভালোবাসা হচ্ছে স্নেহ আর শাসনের যথাযথ সমন্বয়।
Total Reply(0)
Khan Ifteakhar ১৬ জানুয়ারি, ২০২০, ৯:৪৬ পিএম says : 0
সন্তানের ছোটবেলার সবচেয়ে বেশি সময় কাটানো হয় তার মায়ের সাথেই, তাই তার সাধারণ জ্ঞানের সিংহভাগ অর্জিত হয় মায়ের কাছেই। সন্তানকে নীতিবোধ, মানুষের সাথে কি ধরণের আচরণ করতে হয়, কোন অবস্থায় কিভাবে কথা বলতে হয়, কার সাথে কেমন আচরণ করা উচিত এসকল বিষয়গুলো শেখানোর দায়িত্ব একজন মায়ের উপরেই বর্তায়।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন