বর্তমান বিশ্বে কোথাও পুরুষদের একক আধিপত্য নেই। সর্বত্রই মেয়েদের অংশগ্রহণ ও নেতৃত্ব রয়েছে। এক কথায় মেয়েরা কোথাও পিছিয়ে নেই। তবে একজন আদর্শবান নারী ও মা তৈরী করার লক্ষে এ বিদ্যালয় তথা শিক্ষাঙ্গন প্রতিষ্ঠা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ কেরোয়া হোসনেআরা বেগম আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ এ এম এম বাহাউদ্দীন এসব কথা বলেন।
জনাব এ এম এম বাহাউদ্দীন আরো বলেন, ক্ষয়ে যাওয়া সমাজ ব্যবস্থায় আদর্শবান মায়েদের খুবই অভাব। এ কারণে সুশিক্ষিত জাতি গঠনে মেয়েদের পড়ালেখায় মনোযোগী হওয়া খুবই জরুরী।
তিনি বলেন, মেয়েরা আগের মতো পিছিয়ে নেই। তারা দেশের নেতৃত্ব দিচ্ছে এবং দেবে। সরকারের উচ্চ পর্যায়ে চাকুরীর ক্ষেত্রে মেয়েরা অনেক অগ্রগামী।
তিনি অভিভাবকদের উদ্দেশ্য বলেন, আজকের ছাত্রী আগামীদিনের মা। তাই বাল্য বিয়ে বন্ধে সবাইকে সচেতন থাকতে হবে। সোচ্চার হতে হবে।
তিনি বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে সকল ধরনের সহযোগিতার কথা ব্যক্ত করেন। সহসাই বিদ্যালয়ের সীমানা প্রাচীর তৈরির কাজ শুরু করার আশ্বাস দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীলিপ কুমার রাউতের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে দোয়া পরিচালনা করেন, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. মাওলানা একে এক মাহবুবুর রহমান। কুরআন তেলাওয়াত করেন ছাত্রী ফারজানা আক্তার, মানপত্র পাঠ করেন তানজিনা আক্তার। এ সময়ে উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সদস্য সফিকুল ইসলাম পাটোয়ারী, তোফায়েল আহম্মদ, মো. শাহজালাল, দৈনিক ইনকিলাবের আইটি প্রধান সৈয়দ এ রহমান, সহকারী শিক্ষক রাজিব কুমার মজুমদারসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন