বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

‘স্বাস্থ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বৈঠক’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২০, ৫:৪৫ পিএম

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সাথে বৈঠক করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎকালে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর এবং যুক্তরাষ্ট্র অ্যাম্বেসির মিশেল অ্যাভেলম্যান, মাইকেল ফ্রিডম্যান এবং জার্সিস সিধুয়া এসময় বৈঠকে অংশ নেন।

বৈঠকে উভয় দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে করণীয় বিষয়গুলি নিয়ে আলোচনা হয়। দেশের য²া রোগ নিরাময়ে করণীয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা মান বৃদ্ধি করার উপায়, জরুরি চিকিৎসা সরঞ্জমাদির রক্ষণাবেক্ষণ কৌশলাদি, উন্নত স্বাস্থ্য ব্যবস্থাপনা, ঢাকার বড় হাসপাতালগুলোতে স্বান্ধ্যকালীন স্বাস্থ্য সেবা, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষের উন্নত সেবা প্রদান প্রসঙ্গে প্রতিনিধিগণ উভয় দেশের পক্ষে কথা বলেন।

স্বাস্থ্যখাতের উন্নয়নে উভয় দেশের যৌথ উদ্যোগে বেশ কিছু নতুন পদক্ষেপ নেয়া হবে এবং স্বাস্থ্যখাতের উন্নয়নে পরবর্তীতে আবারো আলোচনায় বসবেন বলে স্বাস্থ্যমন্ত্রী ব্যক্ত করেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের ভূমিকা অস্বীকার করা যায় না। আগামী দিনে দেশের স্বাস্থ্যখাতকে সোনালী যুগে নিয়ে যেতে যুক্তরাষ্ট্রের সহায়তা আরো বেশি প্রয়োজন। উভয় দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে আরো কি কি পদক্ষেপ নেয়া যায় সে বিষয়ে ফলপ্রসু প্রাথমিক আলোচনা হয়েছে। ইনশাল্লাহ খুব দ্রæতই স্বাস্থ্যখাতের দৃশ্যমান অগ্রগতি মানুষের দৃষ্টিগোচর হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন