শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বগুড়া-১ আসনের সংসদ সদস্য মান্নান লাইফ সাপোর্টে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২০, ১২:১২ পিএম

বগুড়া-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল মান্নানলকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে আইসিসিইউতে। তার অবস্থা সংকটাপন্ন।


আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান জানিয়েছেন, বিকালে হৃদরোগে আক্রান্ত হলে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত ডাক্তারগণ তাকে দ্রুত আইসিসিইউতে ভর্তির পরামার্শ দেন। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে একটায় এ রিপোর্ট লেখার সময় তার অবস্থা অত্যান্ত সংকটাপন্ন ছিল বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন