শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চট্টগ্রামে আন্তর্জাতিক সুন্নি সম্মেলন সম্পন্ন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

নগরীর লালদীঘি মাঠে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সুন্নি সম্মেলন গতকাল (শনিবার) সম্পন্ন হয়েছে। সম্মেলনে হাজারো সুন্নি ওলামা ছাত্র জনতার ঢল নামে। সম্মেলনে বক্তারা ইরাক, ফিলিস্তিন, সিরিয়া ও কাশ্মিরসহ দেশে দেশে চলমান সংঘাত-সহিংসতা প্রতিরোধে মুসলিম দেশগুলোকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। আহলে সুন্নাত সম্মেলন সংস্থার (ওএসি) আয়োজনে সুন্নি সম্মেলনে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জমা’আতের চেয়ারম্যান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শায়খুল হাদিস আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী। সম্মেলনে আলোচক ও অতিথি ছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান, মাওলানা এম এ মতিন, জামেয়া সুন্নিয়ার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, ওএসি এর সভাপতি আল্লামা হাফেজ সোলাইমান আনসারী, ওএসি সাধারণ সম্পাদক আল্লামা কাজী মুঈন উদ্দিন আশরাফী, আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আল-কাদেরী, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ হারুনুর রশিদ, গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ, আল্লামা শাহ নূর মোহাম্মদ আল-কাদেরী, এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, আল্লামা গোলামুর রহমান আশরফ শাহ প্রমুখ। সম্মেলন সঞ্চালনা করেন মুহাম্মদ আবুল হোসাইন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন