চট্টগ্রাম ব্যুরো : খালি কন্টেইনার রাখতে নতুন একটি ইয়ার্ড তৈরি করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)। যেখানে সংরক্ষণ করা যাবে অন্তত ১৮শ’ কন্টেইনার। একই সাথে সাড়ে ৩৪ একর জায়গার ওপর পণ্যভর্তি একটি কন্টেইনার ইয়ার্ড তৈরির কাজও শুরু হয়েছে। এটির নির্মাণ শেষে বন্দরের কন্টেইনার ধারণক্ষমতা বাড়বে প্রায় ২০ হাজার। গতকাল (বুধবার) ইয়ার্ড দু’টির উদ্বোধন আর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সক্ষমতা বৃদ্ধিতে নানা উদ্যোগের কথা তুলে ধরেন বন্দর চেয়ারম্যান। গতকাল পর্যন্ত চট্টগ্রাম বন্দরে প্রায় সাড়ে ৩৬ হাজার ধারণ ক্ষমতার বিপরীতে কন্টেইনার ছিল ৩৩ হাজারের বেশি। যার মধ্যে প্রায় ২২ হাজার পণ্যভর্তি আর খালি ৮ হাজার। ঈদের আগে-পরে খালাস প্রক্রিয়া ধীর হলে কন্টেইনার সংখ্যা বেড়ে সৃষ্টি হতে পারে জট। এমন পরিস্থিতিতে নগরীর সল্টগোলা এলাকায় প্রায় ২ হাজার খালি কন্টেইনার ধারণক্ষমতার একটি ইয়ার্ড চালু করল চবক।
সময়োপযোগী দাবি করে এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে বন্দর ব্যবহারকারীরা। একই সময় সে এলাকায় প্রায় ২০ হাজার পণ্যভর্তি কন্টেইনার ধারণ ক্ষমতার ইয়ার্ড নির্মাণ প্রক্রিয়াও শুরু হয়েছে। সামনে আরো ইয়ার্ড তৈরি এবং সরঞ্জাম সংযোজনের কথা জানান বন্দর চেয়ারম্যান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন