বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

নৈতিক ব্যাংকিং এবং সমাজসেবায় অবদান

প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : সফল ব্যাংকার হিসেবে নৈতিক ব্যাংকিং এবং সমাজসেবায় অবদান রাখায় এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ রোটারী ইন্টারন্যাশনালের পক্ষ থেকে ‘পল হ্যারিস ফেলোশিপ’ সম্মাননা লাভ করেছেন। রোটারী ইন্টারন্যাশনালের ডাইরেক্টর প্রফেসর ড. সাওয়ালাক রত্তনাবিচ সম্প্রতি ঢাকায় রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮০ এর বার্ষিক পদক বিতরণ অনুষ্ঠানে গোলাম হাফিজ আহমেদ এর হাতে এ সম্মাননা তুলে দেন। অন্যান্যের মধ্যে রোটারী ইন্টারন্যাশনাল এর ডিস্ট্রিক্ট গভর্নর এসএএম শওকত হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ব্যবসায়িক ও পেশাদার ব্যক্তিদের নিয়ে গড়ে উঠা বিশ্বব্যাপী সেবামূলক সংগঠন রোটারী ইন্টারন্যাশনাল। শিকাগোর মার্কিন অ্যাটর্নি পল পি. হ্যারিস ১৯০৫ সালে এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন যা বিশ্বের অন্যতম প্রাচীন সেবাধর্মী প্রতিষ্ঠানরূপে স্বীকৃত।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন