শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকতে হবে -আল্লামা আব্দুল হালিম বোখারী

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২০, ৩:২৩ পিএম

শায়খুল হাদিস আল্লামা আব্দুল হালিম বোখারী বলেন, মোমেনদের বন্ধু হলো স্বয়ন আল্লাহ। আর আল্লাহর বন্ধু হলো মোমেনরা। তাই যত বাধা আসুকনা কেন আল্লাহর বন্ধু মোমেনদের ভয়ের কোন কারণ নেই। কক্সবাজারে এক মাহফিলে পটিয়া আল জামিয়া ইসলামিয়া পরিচালক, শায়খুল হাদিস আল্লামা আব্দুল হালিম বোখারী একথা বলেন।

তিনি বলেন, আল কোরআন হচ্ছে, মহান আল্লাহ প্রেরিত নির্ভুল গ্রন্থ। বিশ্বব্যাপী আজ মুসলমানদের উপর নানামুখী আক্রমন হচ্ছে।
মুসলমানরা এই কোরআন মেনে চললে শত্রু যত শক্তিশালী হউক মুসলমানরাই বিজয়ী হবে। এই দুর্দিনে তিনি মুসলমানদের দলাদলি ভুলে
ঐক্যবদ্ধ থাকতে হবে।

আজ (২১ জানুয়ারী) কক্সবাজার শহরতলীর লিংক রোড মশরাফিয়া মাদরাসার বার্ষিক মাহফিলে আল্লামা বোখারী এ কথা বলেন। মাহফিলে সভাপতিত্ব করেন মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা ছালামত উল্লাহ।
মাহফিলে কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক মাহবুবর রহমান, মাওলানা নুরুল কবির হেলালী, সাংবাদিক শামসুল হক শারেক প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন