শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রাম হত্যাকাণ্ডের ৩২ বছর কাল

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২০, ৮:৩২ পিএম

চট্টগ্রাম হত্যাকাণ্ড হিসেবে পরিচিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জনসভায় নির্বিচারে গুলিতে ২৪ জন নিহত হওয়ার ঘটনার ৩২ বছর পূর্ণ হচ্ছে আগামীকাল শনিবার। ১৯৮৮ সালের এ দিনে তৎকালীন এরশাদ বিরোধী আন্দোলনের অংশ হিসেবে লালদীঘি ময়দানে জনসভায় যোগ দেয়ার পথে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে গুলি করা হয়।
এতে ২৪ জন নিহত এবং কয়েকশ জন আহত হয়। দীর্ঘ তিন দশকের বেশি সময় পর সোমবার আলোচিত এ মামলার রায়ে পাঁচ পুলিশ সদস্যকে মৃত্যুদ- দেয়া হয়। প্রতিবছরের মত এবারও দিবসটি পালন করবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।
এ উপলক্ষে হত্যাকা-ের স্মৃতি বিজড়িত চট্টগ্রাম আদালত ভবনের প্রবেশপথে নির্মিত ম্যুরালে পুষ্পস্তবক অপর্ণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দিবসটি স্মরণে দিবসটি প্রজ্জ্বলন ও মানববন্দন কর্মসূচি পালন করেছে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন