স্টাফ রিপোর্টার : গত চার দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পড়ে আছে হতভাগা মাঝবয়সী এ ব্যক্তির লাশ। খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৭ জুন সকাল আনুমানিক সাড়ে ৮টায় রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের উপরে সায়েদাবাদ এলাকায় বেপরোয়া গতির বাস পথচারী ওই ব্যক্তিকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। কিন্তু গতকাল (বৃহস্পতিবার) রাত ৮টা পর্যন্ত নিহতের পরিচয় মেলেনি।
লাশের সুরতহাল রিপোর্টে পুলিশ উল্লেখ করেছে, নিহতের আনুমানিক বয়স পঞ্চাশ। গায়ের রং শ্যামলা, গড়ন পাতলা। তিনি মুসলমান। মাথার চুল কাঁচা পাকা। লম্বা পাঁচ ফিট চার ইঞ্চি। এ ঘটনায় ওয়ারী থানায় একটি মামলা হয়েছে। গতকাল পর্যন্ত নিহতের পরিচয় উদ্ধার কিংবা ঘাতক বাসটি আটক করতে পারেনি পুলিশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন