দেশের অর্থনীতির স্বার্থেই চট্টগ্রামের উন্নয়ন দরকার। স্মার্ট সিটি হতে হলে সবকিছুই স্মার্ট হতে হবে। উন্নয়ন প্রকল্প হতে হবে জনবান্ধব। যে উন্নয়নে জন আঙ্খাকার প্রতিফলন নেই সে উন্নয়ন কখনো টেকসই হবে না। শনিবার চট্টগ্রামে এক গোলটেবিল বৈঠকে বিশিষ্টজনেরা এমন অভিমত ব্যক্ত করেন।
নগরীর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু হলে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ‘স্মার্ট সিটি চট্টগ্রাম’ শীর্ষক এ গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য চিটাগাং চেম্বারের সাবেক সভাপতি এম এ লতিফ।
প্যানেল আলোচক ছিলেন দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, চিটাগাং চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমদ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ, চুয়েটের ভিসি প্রফেসর ড. রফিকুল আলম, স্থপতি ইকবাল হাবিব, চিটাগাং চেম্বারের সাবেক পরিচালক আমিরুল হক, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।
স্বাগত বক্তব্য দেন চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাউদার্ন ইউনিভার্সিটির প্রোভিসি বিশিষ্ট নগর পরিকল্পনাবিদ অধ্যাপক প্রকৌশলী এম. আলী আশরাফ।
গোলটেবিল বৈঠকে বিভিন্ন শিক্ষাবিদ, নগর পরিকল্পনাবিদ এবং পেশাজীবীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন