শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সিলেটে ৭২ ঘণ্টা ট্রাক ধর্মঘটের আজ দ্বিতীয় দিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২০, ১১:৪১ এএম

আজ রোববার (২৬ জানুয়ারি) সিলেটে ৭২ ঘণ্টার ট্রাক ধর্মঘটের দ্বিতীয় দিন চলছে। জাফলং পাথর কোয়ারি চালু করার দাবিতে গতকাল শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৬টায় ৭২ ঘণ্টার এ ট্রাক ধর্মঘট শুরু হয়।

ধর্মঘট চলাকালে মিছিল ও সমাবেশ করছেন শ্রমিকরা। শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির উদ্দিনের পরিচালনায় আজও সমাবেশ হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি সৈয়দ মকসুদ আহমেদ, জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার।

সিলেট জেলা ট্রাক পিকআপ ও কাভার্ড ভ্যান মালিক ঐক্য পরিষদ এবং জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এ ট্রাক পরিবহন ধর্মঘটের ডাক দেয়। ভোলাগঞ্জ, জাফলং, বিছনাকান্দি ও শ্রীপুর পাথর কোয়ারি সচল করার দাবি জানাচ্ছেন শ্রমিকরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন