শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সাতক্ষীরায় পুলিশের ধাওয়া খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মাহেন্দ্র চালক নিহত

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২০, ১১:০৫ এএম

সাতক্ষীরায় পুলিশের ধাওয়া খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আব্দুস সামাদ মোড়ল (৪৫) নামে এক মাহেন্দ্র চালক নিহত হয়েছেন।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের পাটকেলঘাটা থানার হারুন-অর-রশিদ কলেজর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহেন্দ্র চালক আব্দুস সামাদ মোড়ল পাটকেলঘাটা থানার নগরঘাটা এলাকার মৃত আছির মোড়লের ছেলে।

স্থানীয়রা জানান, সাতক্ষীরা থেকে ফাকা মাহেন্দ্র নিয়ে পাটকেলঘাটা ফিরছিলেন আব্দুস সামাদ। পথিমধ্যে বিনেরপোতা বাইপাস সড়কের সামনে থেকে ট্রাফিক পুলিশ তাকে দাঁড়ানোর সিগন্যাল দেয়। তবে সিগন্যাল অমান্য করে আব্দুস সামাদ মাহেন্দ্র নিয়ে দ্রুতগতিতে পাটকেলঘাটার দিকে চলে আসে। পেছন থেকে ধাওয়া করে ট্রাফিক পুলিশের সদস্যরা। দ্রুত গতিতে মাহেন্দ্র চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হারুন-অর-রশিদ কলেজের পাশের খাদে পড়ে যায় মাহেন্দ্রটি। এ সময় মাহেন্দ্রের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সামাদ মোড়লের।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ মোর্শেদ জানান ঘটনাটি তিনি শুনেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন