শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দুস্থ ও শীতার্তদের মধ্যে বিজেএ’র কম্বল বিতরণ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২০, ৬:৩৫ পিএম

বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে। সোমবার (২৭ জানুয়ারী) বিজেএ নারায়ণগঞ্জ অফিসে নারায়ণগঞ্জ পাট শ্রমিক সমিতির দুঃস্থ শ্রমিকদের মধ্যে এই কমবল বিতরণ করা হয। বিজেএ’র সিনিয়র ভাইস চেয়ারম্যান আরজু রহমান ভূঁইয়ার নেতৃত্বে ১ হাজার পিস কম্বল বিতরণ করা হয়।

আরজু রহমান ভূঁইয়া বলেন, পাট চাষী ও শ্রমিক ভাল থাকলে পাট শিল্পের উন্নতি হবে। দেশে প্রচন্ড শীত এবং গরীব ও দুঃস্থ পাট শ্রমিকরা কনকনে শীতে অনেক কষ্ট পাচ্ছে। সেজন্য বিজেএ তাঁদের পাশে দাঁড়িয়েছে। তিনি পাট শ্রমিকদের পাওনা বকেয়া পরিশোধসহ তাঁদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আরো আন্তরিক হওয়ার জন্য প্রধানমন্ত্রী এবং বস্ত্র ও পাট মন্ত্রীর প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজেএ’র ২০১৮-২০২০ মেয়াদের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য মো. নূরুল হোসেন, মো. তোফজ্জল হোসেন, মো. লিয়াকত হোসেন, বিজেএ’র সদস্য শহীদ হোসেন দুলাল, মনোতোষ হালদার বেনু এবং পাট শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মো. আ. সালাম মৃধাসহ বিজেএ’র অন্যান্য নেতৃবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন