শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পাবনার মুলাডুলি রেলের ক্রসিং-এ অল্পের জন্য এক কর্মচারীর প্রাণ রক্ষা

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২০, ৬:৪৬ পিএম

পাবনার মুলাডুলি টি-সেভেন রেল ক্রসিং-এ ডিউটিরত গেইট কিপার ফাইম অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। আজ বুধবার ভোরে তিনি ঐ রেল ক্রসিং এর ডিউটিতে ছিলেন । এমন অবস্থায় একটি মালবাহী ট্রাক গেইট ভেঙ্গে দুমরে মুচড়ে গুমটি ঘরে ঢুকে পড়ে। একই সাথে ট্রেনের সিগনালিং ব্যবস্থা অকেজো হয়ে পড়ে। গেইট ম্যান ফাইম লাফ দিয়ে প্রাণে রক্ষা পেলেও গুমটি ঘর ফেটে যায় ও ট্রাকের সামনের অংশ ভেঙ্গে যায়।

এ সময় আশপাশের লোকজনের উপস্থিতি টের পেয়ে ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়। এদিকে এ দুর্ঘটনার পর থেকে ট্রেনের সিগনালিং ব্যবস্থা অকেজো হয়ে পড়ায় আন্ত:নগর সহ ঈশ্বরদী-ঢাকা রুটে সকল ট্রেন চলাচলে বিঘ্নিত হচ্ছে। সিগন্যাল ব্যবস্থা কাজ না করায়
প্রত্যেক ট্রেনকে বিলম্বে চলাচল করতে হচ্ছে বলে জানান রেলের পাকশী বিভাগীয় পরিবহণ কর্মকর্তা নাসির উদ্দিন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন