বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চিলাহাটি-ভারত সীমান্ত সংযোগ কাজ পরিদর্শনে রেলপথমন্ত্রী

নীলফামারী সংবাদদাতা : | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি রেলস্টেশন থেকে ভারতের সীমান্ত পর্যন্ত ৬ দশমিক ৭২৪ কিলোমিটার ব্রডগেজ নতুন রেলপথ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। গতকাল শুক্রবার সকালে মন্ত্রী চিলাহাটির ভোগডাবুরী ইউনিয়নের ডাঙ্গাপাড়া ভারতীয় সীমান্তের ৭৮২ নং মেইন পিলারের পাশ্ববর্তী স্থানে ভারতীয় রেল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মিলিত হয়ে সেই দেশের কাজের অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএসএফ ৬৫ ব্যাটালিয়ানের অধিনায়ক জগদীশ দাও ও ভারতের রেল বিভাগের উপ-প্রধান প্রকৌশলী হরী নারায়ন পান্ডেসহ উর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ রেলওয়ে বিভাগের চিফ-ইনঞ্জিনিয়ার (পশ্চিম) আল ফাতাহ মাছুদুর রহমান, বিভাগীয় ব্যবস্থাপক আশাদুল হক, প্রকল্প পরিচালক আব্দুর রহিম, ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাসট্রাকচার লিমিটেডের সিনিয়র প্রকল্প পরিচালক জাহেদুর রহমান আইজেল, নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মকলেছুর রহমান, ৫৬ বিজিবির অধিনায়ক লে.ক.মামুনুল হক, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম।
নির্মাণ কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করে রেলপথমন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থাকায় নির্মাণ কাজটি দ্রুত এগিয়ে চলছে। ২০১৯ সালের জুন মাসে দুই দেশের এই রেল সংযোগ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন