হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী বলেছেন, একমাত্র ইসলাম ধর্মই হচ্ছে পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম এবং এ ধর্মকেই আল্লাহ পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে ঘোষণা করেছেন, অন্য কোন ধর্মকে নয়। ধর্ম নিয়ে আজ তামাশা করা হচ্ছে। বলা হচ্ছে ‘ধর্ম যার যার, উৎসব সবার’। এটা কোন মুসলমান বলতে পারে না। সম্প্রতি চট্টগ্রাম শহরের এক বিদ্যালয়ে কোমলমতি মুসলিম ছাত্র-ছাত্রীদের ‘প্রসাদ’ খেতে বাধ্য করে। এমনকি ‘বিসমিল্লাহ’ শব্দও বলতে নিষেধাজ্ঞা দিয়েছে। এভাবে পুরো দেশে ইসকন নামক সংগঠনটি বেপরোয়া কার্যক্রম চালাচ্ছে। তাই আজ দাবি জানাচ্ছি- অবিলম্বে ইসকন বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
তিনি গতকাল বাদ জুমা ফটিকছড়ির ঐতিহ্যবাহী প্রাচীনতম দ্বীনি প্রতিষ্ঠান ‘আল জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার ৯৭তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মাদরাসার মুহতামিম ও দেশের দ্বিতীয় বয়োজেষ্ঠ আলেমে দ্বীন আল্লামা শাহ মুহাম্মদ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, প্রখ্যাত ওয়ায়েজিন আল্লামা জুনায়েদ আল হাবিব। আল্লামা হারুন আজিজী নদভী, মুফতি ইকবাল আজিমপুরী। মাওলানা আবু মাখনুন মোহাম্মদ বাবুনগরীর সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, নাজিরহাট মাদরাসার মুহতামিম আল্লামা শাহ মুহাম্মদ ইদ্রিছ, বাবুনগরের শায়খুল হাদীস মুফতি মাহমুদ হাসান, পটিয়া মাদরাসার নায়েবে মুহতামিম আল্লামা আবু তাহের নদভী, আল্লামা লোকমান হাকিম, আল্লামা আব্দুল বাসেত খান, আল্লামা মামুনুল হক, আল্লামা এমাদুল্লাহ নানুপুরী, মুফতি শাখাওয়াত হোসাইন প্রমূখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন