রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ভারতে ব্যাংক ধর্মঘটে সাধারণ মানুষ বিপাকে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

ভারতের সব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেতন কাঠামো পুনর্বিন্যাসসহ একাধিক দাবিতে ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের (আইবিএ) সঙ্গে আলোচনায় কোনো সুরাহা না হওয়ায় ধর্মঘট পালন করছেন ব্যাংক কর্মীরা। দেশটির সংসদে শনিবার অর্থমন্ত্রীর কেন্দ্রীয় বাজেট পেশের আগে দুইদিনের ধর্মঘট এবং রোববারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৩ দিন ব্যাংক বন্ধে চরম দুর্ভোগে পড়েছে জনগণ। ৯টি কর্মী সংগঠনের জোট ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নসের (ইউএফবিইউ) প্রতিনিধিরা ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি ধর্মঘটের ডাক দিয়েছেন। সেই অনুসারে শুক্রবার থেকেই বন্ধ রয়েছে ব্যাংকের কাজকর্ম। তিনদিন কাজ বন্ধ থাকলে এটিএম গুলোতেও টাকার অভাব দেখা দেয়ার আশঙ্কায় ভুগছেন মানুষজন। কমপক্ষে ১৫ শতাংশ মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছে ব্যাংক ইউনিয়নগুলো। ১২.২৫ শতাংশ পর্যন্ত মজুরি বৃদ্ধিতে রাজি হয়েছে ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন। তবে তা মানতে নারাজ কর্মী-অফিসারদের সংগঠনগুলো। দাবি আদায় না হলে লাগাতার ধর্মঘট শুরুর হুমকি দিয়েছে ইউএফবিইউ। তাদের দাবিদাওয়ার মধ্যে সপ্তাহে ৫দিন কাজ, মূল বেতনের সঙ্গে বিশেষ ভাতা দেয়া এবং নতুন পেনশন স্কিম বাতিলের দাবিও রয়েছে। এসব দাবি নিয়ে দু’পক্ষই নিজেদের অবস্থানে অটল থাকায় সমস্যা মিটছে না। ফলে চরম দুর্ভোগে সাধারণ মানুষ। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন