ভারতের গুজরাটের একটি আদালত অবৈধভাবে গবাদি পশু পরিবহনের জন্য এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়ার সময় গরু জবাইয়ের বিষয়ে কৌতুলহলী পর্যবেক্ষণ দিয়েছে। তাপি জেলা আদালতের প্রধান জেলা জজ তার পর্যবেক্ষণে বলেছেন, ‘গোহত্যা বন্ধ হলে পৃথিবীর সব সমস্যার সমাধান হয়ে যাবে।’
বিচারক সমীর বিনোদচন্দ্র ব্যাস বলেছেন, ‘গোবরের তৈরি ঘরের ওপর পারমাণবিক বিকিরণের প্রভাব পড়ে না।’ এছাড়া গোমূত্রের ব্যবহার ‘অনেক দুরারোগ্য রোগের ওষুধ।’ তবে তার এই দাবির সপক্ষে কোনো বৈজ্ঞানিক সূত্র হাজির করতে পারেননি বিচারক।
গত নভেম্বরে দেওয়া আদেশে গো-রক্ষা সংক্রান্ত সব আলোচনা বাস্তবায়িত হয়নি বলেও অসন্তোষ প্রকাশ করেছে আদালত।
আদালত বলেছে, ‘গরু কেবল একটি প্রাণী নয়, বরং মা। একটি গরু হল ৬৮ কোটি পবিত্র স্থান এবং ৩৩ কোটি দেবতার জীবন্ত গ্রহ।’ বিচারক গোহত্যাকে জলবায়ু পরিবর্তনের সঙ্গেও যুক্ত করেছেন।
তিনি বলেছেন, ‘আজ উত্তেজনা ও উত্তপ্ত মেজাজের মতো সমস্যাগুলোর সঙ্গে গো হত্যার সম্পর্ক রয়েছে। এগুলো বাড়ার একমাত্র কারণ হল গরু জবাই করা। এটি সম্পূর্ণ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত সাত্ত্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়বে না।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন