শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দেশের উন্নয়নে সাংবাদিকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন -বিএইচ হারুন এমপি

প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

রাজাপুর উপজেলা সংবাদদাতা : ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের এমপি ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন বলেছেন, বর্তমান শিক্ষা ব্যবস্থাকে যুগ-উপযোগী করে সরকার বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছে, যা অভূতপূর্ব সাফল্য। তাই শিক্ষার্থীরা সঠিক সময়ে বই পেয়ে ভালোভাবে লেখাপড়া করতে পারছে। এতে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আ’লীগ সরকার গরীর দুঃখী মানুষের কল্যাণেও ব্যাপক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। আ’লীগের আমলে দেশের সবক্ষেত্রে উন্নয়ন ঘটে। সাংবাদিকরা সঠিকভাবে দেশের উন্নয়ন সংবাদগুলো প্রকাশ করবে আশা প্রকাশ করে তিনি বলেন, আ’লীগ সরকার সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়নে সাংবাদিকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। গতকাল (রোববার) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজলোর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব আলোচনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জমান, মিলন মাহমুদ বাচ্চু, খায়রুল আলম সরফরাজ, ইউএনও এবিএম সাদিকুর রহমান, সাংবাদিক মামুনুর রশীদ নোমানী, আব্দুল বারেক ফরাজি, এনামুল হোসেন খান, রহিম রেজা, এনামুল হক, সাইদুল ইসলাম ও জহিরুল ইসলাম জুয়েল প্রমুখ। প্রিমিয়ার ব্যাংকের পক্ষে থেকে কম্বল বিতরণ: ঝালকাঠির রাজাপুরে প্রিমিয়ার ব্যাংক লি.-এর ত্রাণ তহবিল থেকে উপজেলার ১ হাজার অসহায় ও দুস্থ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে বজলুল হক হারুন এমপি প্রধান অতিথি থেকে এ কম্বল বিতরণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন