জাতীয় সংসদে ইসলামী ওয়াজ মাহফিল ও ওলামায়ে কেরামকে নিয়ে হাসানুল হক ইনুর আপত্তিকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী। তিনি বলেছেন, শত শত বছর যাবৎ এদেশে ওলামায়ে কেরামা ওয়াজ নসিহতের মাধ্যমে জনসাধারণকে আল্লাহ ও তার রাসূল (সা.) এর আনুগত্য ও হকের দিকে দাওয়াত দিয়ে আসছেন।
গতকাল বুধবার বিকেলে কিল্লার মোড় খেলাফত মিলনায়াতনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক মুফতি সুলতান মহিউদ্দিন।
তিনি বলেন, ওলামায়ে কেরামের মেহনতে লখ লখ নারী পুরুষ ঈমানদার হচ্ছে। দু-একজন বক্তার আলোচনাকে কেন্দ্র করে জাতীয় সংসদে ঢালাওভাবে মাহফিল বন্ধ ও বক্তাদের উপর নজরদারি, তেতুলতথ্য ও কাঠমোল্লা বলে ইনুর বেআদবিপূর্ণ বক্তব্য দেশবাসীকে মারাত্মকভাবে মর্মাহত করেছে। তিনি বলেন, অবিলম্বে ইসলাম ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ইনু গংদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে -অন্যথায় দেশপ্রেমিক তাওহীদি জনতা তার উচিত জবাব দিবে ইন শা আল্লাহ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন