ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও সাপ্তাহিক বন্ধের কারণে আজ (রোববার) থেকে আগামী ৮ জুলাই পর্যন্ত টানা ৬ দিন আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের সাথে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। স্থলবন্দরের সিএন্ডএফ ও আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি ত্রিপুরার ব্যবসায়ীদের অবহিত করা হয়েছে। তবে এ সময় আখাউড়া স্থল দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। আগামী ৯ জুলাই শনিবার থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম বলেন, শবে কদর, পবিত্র ফিতর উপলক্ষে ৩ জুলাই থেকে ৭ জুলাই বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ৮ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ৯ জুলাই শনিবার থেকে আমদানি-রপ্তানি পুনরায় শুরু হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন