সোমবার, ২৭ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অস্ট্রেলিয়ায় সাইক্লোন সতর্কতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

প্রায় পাঁচ মাস ধরে ভয়াবহ দাবানলে জ্বলতে থাকা অস্ট্রেলিয়ায় ‘মন্দের ভালো’ হয়ে দেখা দিয়েছে প্রবল বৃষ্টিপাত। এরই মধ্যে কিছু কিছু এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। যেকোনও সময় সাইক্লোনও আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির আবহাওয়া ব্যুরো (বিওএম) জানিয়েছে, অস্ট্রেলিয়ার দক্ষিণপ‚র্বাঞ্চলীয় কুইন্সল্যান্ড প্রদেশে প্রবল বজ্রঝড় আঘাত হানতে পারে। এছাড়া নিউ সাউথ ওয়েলসের অন্তত ২০টি এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় তহবিল সংগ্রহের জন্য শনিবার সিডনিতে যে ম্যাচ আয়োজিত হওয়ার কথা, বৃষ্টিপাতের কারণে সেটি আগামী রোববার মেলবোর্নে অনুষ্ঠিত হবে। বিওএমের আবহাওয়াবিদ মাইক ফানেল জানিয়েছেন, দেশটির পূর্ব দিক থেকে আসা উষ্ণ আদ্র বাতাস বৃষ্টি নামাচ্ছে। এ কারণে নিউ সাউথ ওয়েলসের উত্তরপূর্ব উপকূলে ভারী বৃষ্টিপাত আশা করা হচ্ছে। এরপর তা ধীরে ধীরে দক্ষিণ দিকে অগ্রসর হতে পারে। এদিকে পশ্চিম অস্ট্রেলিয়ার কিম্বারলি উপক‚লের গ্রীষ্মকালীন নিম্নচাপ তৃতীয় মাত্রার সাইক্লোনে পরিণত হয়ে আগামী শনিবার পিলবারা অঞ্চলে আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন