শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

করোনাভাইরাস বেনাপোলে সর্বোচ্চ সতর্কতা

বেনাপোল অফিস | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

চীনে নভেল করোনাভাইরাস মহামারী আকার ধারণ করায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে সর্বোচ্চ সতর্কবস্থা জারী করেছে স্বাস্থ্য বিভাগ। গত শুক্রবার বিকালে এ সর্তকতা জারি করা হয়। সূত্র জানায়. গতকাল ভারত হয়ে যে সকল বিদেশী পর্যটক বাংলাদেশ প্রবেশ করছে তাদের স্বাস্থ্য বিভাগ অত্যন্ত সতর্কতার সাথে তাদের স্বাস্থ্য পরীক্ষা করেছে। কয়েক সপ্তাহ ধরে শুধু মাত্র দেশী-বিদেশী যাত্রীদের পরীক্ষা করা হলেও গত বৃহস্পতিবার বিকেলে থেকে শুরু হয়েছে ভারত বা মহারাষ্ট্র থেকে আসা সকল ট্রাক ড্রইভার ও হেলপারদের স্বাস্থ্য পরীক্ষা।
তবে বেনাপোল চেকপোস্টের থার্মার স্ক্যানার মেশিনটি সচল থাকলেও তার মনিটরটি অচল থাকায় থার্মো ডিকেট্কর দিয়ে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য কাজ করছেন ৪টি মেডিক্যাল টিম। কোন যাত্রীর ঠান্ডা-কাশি বা গায়ে তাপমাত্রা বেশি আছে কিনা সেটা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কোন যাত্রীর শরীরে করোনাভাইরাসের লক্ষন পাওয়া যায়নি।

মেডিকেল অফিসার ডাক্তার বিচিত্র মলি¬ক জানান, বেনাপোল একটি আন্তজার্তিক চেকপোস্ট। এ চেকপোস্ট দিয়ে প্রতিদিন ৭ থেকে ৮ হাজার দেশী-বিদেশী পাসপোর্ট যাত্রী যাতায়াত করে ভারতে। করোনাভাইরাসের জীবানু যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে তার জন্য গত ১৮ জানুয়ারি থেকে বিভিন্ন দেশ থেকে আসা সন্দেহজনক পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে ।

বেনাপোল চেকপোস্টে কর্তব্যরত মেডিকেল অফিসার বিচিত্র মলি¬ক বলেন, চীনে করোনাভাইরাস দেখা দেওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় দেশের সকল ইমিগ্রেশন চেকপোস্টে চিঠি জারি করেছে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য। বেনাপোল চেকপোস্টেও সেই সতর্কতা পালন করা হচ্ছে। পাসেপার্ট যাত্রীদের পাশপাশি ভারত থেকে আসা সকল যাত্রী ও ট্রাক ড্রাইভার ও হেলপারদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন