মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মুজিববর্ষে রায়পুরকে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ৫:৫৬ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্মীপুরের রায়পুর উপজেলাসহ ২৩টি উপজেলা ও ৭টি জেলার শতভাগ বিদ্যুতায়ন এর শুভ উদ্বোধন করেছেন। বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীবৃন্দের উপস্থিতিতে গণভবন থেকে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাজাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফিউজ্জামান ভূঁইয়া, সিভিল সার্জন আব্দুল গফফার, রায়পুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, পৌর মেয়র হাজী ইসমাইল খোকন, উপজেলা নির্বাহী অফিসার সাবরিন চৌধুরী, পল্লী বিদ্যুৎ এর জিএম শাহাজাহান কবির ও রায়পুর উপজেলার ডিজিএম শেখ মনোয়ার মোরশেদ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
** হতদরিদ্র দীনমজুর কহে ** ১২ ফেব্রুয়ারি, ২০২০, ৯:১৯ পিএম says : 0
দলের চেয়ারম্যানের বাধায় পাশকরা মিটার লাগাইয়াও খুলে নিতে হয়।এমন ঘটনাও আছে।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন