বিমান নয়, গাড়ি বা মোটরসাইকেলও নয়, সাইকেল চালিয়ে একাই সউদীআরবের উদ্দেশে গেলেন তিউনিশিয়ার এক তরুণী। তার নাম সারা হাবা। ওমরাহ পালনের উদ্দেশ্যে তিউনিশিয়া থেকে সাইকেল চালিয়ে ৩ হাজার ২৮৩ কিলোমিটার (২০৪০ মাইল) পথ পাড়ি দিয়ে জেদ্দায় পৌঁছান সারা। এ দূরত্ব অতিক্রম করতে সময় নেন মাত্র ৫৩ দিন। তিউনিশিয়া নিউমেরিক জানিয়েছে, সারা হাবার বাড়ি আফ্রিকার দেশ তিউনিশিয়ায়। তিনি মিশর ও সুদানের বেশিরভাগ মরুভ‚মি দিয়ে সাইকেল চালিয়ে ৫৩ দিনে সউদীতে পৌঁছুতে সক্ষম হন। সাইক্লিংটোমেকা নামক হ্যাশট্যাগ ব্যবহার করে যাত্রার সব তথ্য ও তার অবস্থান বিষয়ে সোশ্যাল মিডিয়ায় আপডেট দিয়েছেন। তিনি তার সাইকেলের নাম রেখেছেন মেরজুগা, যার অর্থ দোয়া ও অনুগ্রহ। পবিত্র কাবায় পৌঁছে মহান আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে নিজের ইনস্টাগ্রামে সারা হাবা লিখেছেন, ‘আল্লাহর ঘর তাওয়াফের উদ্দেশে এ যাত্রা শুরু করি। এজন্য সময় নষ্ট না করতে একটি মুহ‚র্তের জন্যও থামিনি আমি। আমার ইচ্ছা শক্তিই আমার শরীরকে টেনে নিয়েছে। এত অল্প সময়ে আমি সফর শেষ করতে পারব ভাবতেও পারিনি।’ ইন্টারনেট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন