আরিচা সংবাদদাতা : ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুউদ্দীন আহমদ বলেছেন, পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীর হাট নৌ-রুটে লঞ্চে ঝুঁকিপূর্ণ অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে না। ঈদে ঘরমুখো যাত্রীদের নির্বিঘেœ পারাপারের ব্যবস্থা করতে হবে। তিনি আরও বলেন ঘাট এলাকায় যাত্রীদের লঞ্চ ভাড়ার চার্ট টানিয়ে দিতে হবে এবং কোন যাত্রীর কাছে থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। গতকাল রোববার দুপুরে পাটুরিয়া লঞ্চ ও ফেরিঘাট পরিদর্শন ও মত বিনিময় সভায় এ কথা বলেন। শিবালয়ের পাটুরিয়া জেলা প্রশাসকের কন্ট্রোল রুমে জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান, এনডিসি নাজমুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার একেএম গালিভ খান, সহকারী কমিশনার (ভূমি) খন্দকার মুশফিকুর রহমান, শিবালয় সার্কেল এএসপি হারুন-অর-রশিদ, ওসি রকিবুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান খান জানু, বিআইডবিøউটিসি’র ডিজিএম শেখ মোঃ নাসিম, বিআইডবিøউটি’র আরিচা নদী বন্দর কর্মকর্তা সেলিম রেজা, লঞ্চ মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ। ইতোপূর্বে অসতর্কতার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে লঞ্চ ডুবির ঘটনায় ৮০ জন যাত্রীর প্রাণহানির ঘটে। মর্মান্তিক ওই দুর্ঘটনার স্মৃতি চারণ করে বিভাগীয় কমিশনার স্থানীয় প্রশাসন ও লঞ্চ মালিকদেরকে সর্তক করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন