গ্রাম থেকে এসে স্ত্রী-সন্তান বাস থেকে নেমেছে। তাদের আনতে যাচ্ছিলেন
মাদরাসা শিক্ষক মেহেদী হাসান (৩০)। কিন্তু কুড়িল আসামাত্র ট্রেনের ধাক্কায় নির্মম মৃত্যু হয় তার।
গতকাল শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মেহেদী টাঙ্গাইলের মধুপুর উপজেলার মো. শাহ নেওয়াজের ছেলে। তিনি কুড়িল ইসলামী ফিকাহ একাডেমির শিক্ষক ছিলেন।
পথচারী আবির ইসলাম জানান, সকালে কুড়িল বিশ্বরোড এলাকার রেললাইন পার হওয়ার সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন মেহেদী। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বজনেরা জানান, তার স্ত্রী শুক্রবার টাঙ্গাইলের গ্রামের বাড়ি থেকে বাসে ঢাকায় কুড়িল বিশ্বরোড এসে নামেন। মেহেদিকে ফোন করেন। পরে তিনি তাদের আনতে গিয়ে বাসা থেকে বের হয়ে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কা লাগে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন