মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

কাউন্সিলর পদে ফরম নিলেন ৪০৯ চসিক নির্বাচন

নৌকার প্রার্থী হতে চান আ জ ম নাছিরসহ ১৯ জন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনসহ ১৯ জন। আজ শনিবার ঢাকায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় দলীয় মেয়র প্রার্থী চূড়ান্ত করার কথা রয়েছে।
মাঠের বিরোধী দল বিএনপি নেতারা চসিক নির্বাচনে অংশ নেয়ার কথা জানিয়েছেন, তবে তাদের দলীয় মনোনয়ন ফরম বিক্রি এখনও শুরু হয়নি। আগামীকাল রোববার চসিক নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। গতকাল শুক্রবার সরকারি দল আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র কেনা ও জমা দেয়ার শেষ দিনে ঢাকার ধানমন্ডি সভাপতির কার্যালয় থেকে মেয়র পদে প্রার্থী হতে ১৯ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান ইনকিলাবকে বলেন, মেয়র পদে ১৯ জন এবং কাউন্সিলর পদে ৪০৯ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
আ জ ম নাছির ছাড়াও সাবেক মন্ত্রী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম বিএসসি, সাবেক সিটি মেয়র বিশিষ্ট ব্যবসায়ী-সমাজসেবী এম. মনজুর আলম, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরী, কোষাধ্যক্ষ সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, নগর আওয়ামী লীগ নেতা একেএম বেলায়েত হোসেন, সাবেক কাউন্সিলর রেখা আলম, নুরুল ইসলাম বিএসসির পুত্র মুজিবুর রহমানও ফরম নিয়েছেন।
নগরীর ৪১টি সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ১৪টি ওয়ার্ডে দলের টিকিট পেতে মনোনয়ন ফরম নিয়েছেন ৪০৯জন। বর্তমান কাউন্সিলরদের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে বেশ কয়েকজন করে প্রার্থী হতে আগ্রহী।
এদিকে মেয়র পদে প্রার্থী হতে চিটাগাং চেম্বার সভাপতি মাহাবুবুল আলম, সংসদ সদস্য ডা. আফছারুল আমীনের ভাই এরশাদুল আমীন ও লন্ডন প্রবাসী ব্যারিস্টার মো. মনোয়ার হোসেনও গতকাল আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়ে তা জমা দিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন