শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ডা. জাকারিয়া স্বপনের ২য় মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সিনিয়র যুগ্ম-মহাসচিব, স্বাচিপের অত্র বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, চর্ম ও যৌন ব্যাধি বিভাগের সাবেক চেয়ারম্যান মরহুম প্রফেসর ডা. এ এস এম জাকারিয়া স্বপন-এর ২য় মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচি পালন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ও জাকারিয়া স্বপন স্মৃতি সংসদের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের এলাকাবাসীকে দিনব্যাপী চিকিৎসাসেবা প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে অত্র বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা অংশগ্রহণ করেন। এতে প্রায় ১ হাজার রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এর আগে ডা. এ এস এম জাকারিয়া স্বপন-এর ২য় মৃত্যুবার্ষিকীতে ত্রিশালের মঠবাড়িতে মরহুমের রুহের মাগফেরাত কামনায় কবর জিয়ারত ও ফাতেহা পাঠ, দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
গত শুক্রবার ডা. এ এস এম জাকারিয়া স্বপন-এর কবরে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. কনক কান্তি বড়–য়ার পক্ষে কোষাধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ আতিকুর রহমান, নার্সিং অনুষদের ডীন প্রফেসর ডা. মো. মনিরুজ্জামান খান, প্রক্টর প্রফেসর ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, ইউরোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. এ কে এম খুরশিদুল আলম, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. মো. আব্দুল আজিজ, সহকারী প্রক্টর প্রফেসর ডা. মো. আবু তাহের প্রমুখ শ্রদ্ধা জানান। পরে ডা. এ এস এম জাকারিয়া স্বপন-এর ময়মনসিংহ জেলার ত্রিশালের নিজ বাড়ির সামনে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন মরহুমের মাতা আমিনা খাতুন। এ সময় নরসিংদী জেলার পুলিশ সুপার, মরহুম ডা. এ এস এম জাকারিয়া স্বপন-এর সহধর্মিনী বিএসটিআই-এর পরিচালক শামীম আরা বেগম, তাঁর ভাই যুগ্ম-সচিব মাহমুদুল হাসান সোহেল, ছেলে রাফি জাকারিয়া, মঠবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মন্ডল, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. হরষিত কুমার পাল, সহযোগী অধ্যাপক ডা. মো. আলী ইমরান, সহযোগী অধ্যাপক ডা. বিজয় কুমার কুমার পাল, ডা. মো. মহিবুর রহমান বুলবুল, ডা. আরিফুল ইসলাম জোয়ারদার টিটু, ডা. মো. হাসান শাহরিয়ার আহমেদ, ডা. আশীষ কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন