শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সুবর্ণচর উপজেলা যুবদলের কমিটি ঘোষণা

নোয়াখালী ব্যুরো ঃ | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

সুবর্ণচর উপজেলা যুবদলের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে বেলাল হোসেন সুমনকে সভাপতি ও মো. নুরুল হুদাকে সাধারণ সম্পাদক ঘোষণা করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশ দেয়া হয়েছে।
গতকাল রোববার বিকেলে উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক এনায়েত উল্যা বাবুলের বাড়ীতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্ধোধক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বিএনপির ভাইস-চেয়ারম্যান ও তৃণমুল সমন্বয়ক মোহাম্মদ শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সুবর্ণচর উপজেলা বিএনপি সভাপতি ও জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি এ্যাড. এ বি এম জাকারিয়া, উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক এনায়েত উল্ল্যাহ বাবুল, সদর উপজেলা বিএনপি সভাপতি ভিপি জসিম উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি জামাল উদ্দীন গাজী প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন