যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম এর নির্দেশনায় জেলার ০৯টি থানা এলাকায় একযোগে অভিযান (এস ড্রাইভ) পরিচালনা করা হয় রোববার রাতে। অভিযানে পুলিশ সুপারসহ জেলার সকল সিনিয়র অফিসার মাঠে উপস্থিত থেকে অভিযান পরিচালনা করেন।
সোমবার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মাদ তৌহিদুর রহমান প্রেসব্রিফিংএ জানান, অভিযানে উদ্ধার হয়েছে ইয়াবা-৪৭০ পিস, ফেন্সিডিল-৭৮ বোতল, গাঁজা- ০৩ কেজি ৩৪০ গ্রাম, হিরোইন-২০ গ্রাম ও একরাউন্ড গুলিসহ ১টি পিস্তল । মাদকের মামলা হয়েছে ২০টি। আটক হয়েছে ৩০জন।
অভিযানের মূল লক্ষ্য হচ্ছে জিআর/সিআর/সাজা পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলার আসামী গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার, অবৈধ অস্ত্র গুলি ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার এবং তালিকাভুক্ত সন্ত্রাসী/অপরাধীদের গ্রেফতার করা।
সূত্র জানায়, একইরাতে অভয়নগরের প্রেমবাগ থেকে ৭জন চাঁদাবাজীর অভিযোগে আটক করেছে পুলিশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন