হোটেল ও পর্যটন শিল্পের বিরাজমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির সাথে তার অফিসে গত রোববার বৈঠক করেছেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল এসোসিয়েশনের (বিহা) নেতৃবৃন্দ। এসময় তারা হোটেল শিল্পকে, দেশের অন্যান্য বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্পের মতো নগদ প্রণোদনা, লিকারের উপর কর কমানো, সম্পূরক কর এবং ভ্যাট কমানোর অনুরোধ জানান।
তারা বলেন, এর ফলে দেশের হোটেল এবং পর্যটন শিল্প আরও বিকশিত হবে এবং এ খাতে বৈদেশিক মুদ্রা আয়ও বাড়বে। অর্থমন্ত্রী আগ্রহের সাথে তাদের বক্তব্য শোনেন এবং এব্যাপারে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন বলে জানান বিহার নেতারা। বিহা প্রেসিডেন্ট এইচ এম হাকিম আলী ছাড়াও এসময় মো: নুর আলী, লে: জে: সাব্বির আহমেদ, আসিফ আহমেদ, মি: আলেকজান্দার হাসলার, জনে কুমার গুপ্তা উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন