নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের নলডাঙ্গার খাজুরা এলাকায় পুরনো আত্রাই নদীর ওপর নির্মাণাধীন ব্রিজ ধসে এলজিইডির উপসহকারী প্রকৌশলী রুহুল আমিনসহ ১৪ শ্রমিক আহত হয়েছে। রোববার বিকেল সাড়ে চারটার সময় এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হয়েছে। স্থানীয় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নলডাঙ্গা উপজেলার খাজুরা বাজারসংলগ্ন পুরাতন আত্রাই নদীর ওপর একটি ব্রিজ নির্মাণ কাজ শুরু করে গত বছরে। রোববার দুপুরে ব্রিজের ওপরের অংশ ঢালায় কাজ চলছিল। এসময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম শেখ, নলডাঙ্গা উপজেলা প্রকৌশলী আজমল হোসেনসহ সংশ্লিষ্ট ঠিকাদার উপস্থিত ছিলেন। তিনি বলেন, তারা চলে যাওয়ার পরপরই বিকেলে ঢালাইয়ের এক পর্যায়ে ব্রিজটি ধসে পড়ে। এসময় এলজিইডির উপসহকারী প্রকৌশলী রফিকুল ইসলামসহ ১৪ শ্রমিক আহত হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে এলজিইডি ও ইউএনওকে জানানো হয়েছে। নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জাহান জানান, ব্রিজ ধসে পড়ার খবর স্থানীয় লোকজনের খবর মারফত শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখতে নির্বাহী প্রকৌশলীকে বলা হয়েছে। এ ব্যাপারে এলজিইডির সাথে যোগাযোগ করে কারো কোনো মতামত পাওয়া যায়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন