দৌলতপুর উপজেলা সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়ে ৪ জন অসুস্থ হয়ে পড়েছে। উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের কেডিআই ইসলামনগর গ্রামে অসুস্থ গরুর গোশত খেয়ে তারা এ রোগে আক্রান্ত হয়। স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে ওই গ্রামের লালু তার অসুস্থ গরু জবাই করে এলাকাবাসীর মাঝে গোশত বিক্রয় করে। আর এ গোশত খেয়ে একই গ্রামের মহসিন আলী (৪৫) ও তার ছেলে ইমরান (১০), প্রতিবেশী শাহীন (৫৫) এবং গরুর মালিক লালু (৩২) অসুস্থ হয়ে পড়ে এবং তাদের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত বা ঘা দেখা দেয়। পরে তারা দৌলতপুর হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক অ্যানথ্রাক্স রোগ বলে চিহ্নিত করে এবং তার চিকিৎসা দেয়। এ বিষয়ে দৌলতপুর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী নজরুল ইসলাম জানান, এ ধরনের খবর পেয়ে আমাদের টিম সেখানে গিয়ে রোগীদের শনাক্ত করেছে এবং ওই অঞ্চলের পশুদের ভ্যাকসিন কার্যক্রম শুরু করা হয়েছে। তবে তিনি এ নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য সকলকে অনুরোধে জানিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন