শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীর পক্ষে ইফতার ও মিলাদ মাহফিল

প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা : গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আয়োজিত ইফতার পার্টি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ চত্বরে ইফতার ও মিলাদ মাহফিলের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকার দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধি আলহাজ অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, বিশেষ অতিথি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান। এছাড়াও উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র জয়ধর, সাধারণ সম্পাদক এস.এম. হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, যুবলীগ সভাপতি ও ভাইচ চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, পৌরমেয়র এইচ.এম অহিদুল ইসলাম, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল ফারুক, সাবেক মেয়র শেখ কামাল হোসেন, সাবেক ছাত্রলীগ সভাপতি বাবুল হাজরা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হাজরা মন্নু, ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান মুন উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন নেত্রীবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। মাহফিলে দেশ ও জাতির শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সাথে কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মরহুম লিয়াকত আলী মোল্লার স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন