শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সুন্দরগঞ্জে ৪ হাজার শিক্ষক কর্মচারী ঈদ উৎসব বঞ্চিত

প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : সুন্দরগঞ্জ উপজেলার বেসরকারি স্কুল, মাদ্রাসা, ভোকেশনাল স্কুল ও কলেজের প্রায় ৪ হাজার শিক্ষক-কর্মচারী ঈদ বোনাস না পেয়ে ঈদের আনন্দ হতে বঞ্চিত হয়েছেন।
সরকার ঈদ পালনের জন্য ঈদের বোনাস প্রদান করলেও সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের গাফিলতির কারণে সুন্দরগঞ্জ উপজেলার ১৫৩টি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪ হাজার শিক্ষক-কর্মচারী ঈদ আনন্দ উপভোগ করতে পারলেন না। পবিত্র রমজান মাসের শুরুতে মে মাসের বেতন দেয়া হলেও জুন মাসের বেতন ও উৎসব ভাতা পাননি শিক্ষক-কর্মচারীরা। মে মাসের বেতন ভাতা দিয়ে পবিত্র রমজান মাসের খরচ চালিয়ে যাওয়ায় ঈদের খরচ করা সম্ভব হয়নি। কিন্তু সরকার ঈদ বোনাস ছাড় করলে শিক্ষক-কর্মচারীদের মধ্যে আনন্দের বার্তা বয়ে আনে। এই আনন্দে আশার গুড়ে বালি পরে টাকা উত্তোলণ করতে না পেরে। অনেকে ধার-দেনা করে স্ত্রী-পুত্র পরিজনের কেনাকাটা করছেন। সহকারী শিক্ষক মহসিন আলী জানান, ঈদের বোনাসের টাকা দিয়ে পরিবার-পরিজনের কেনাকাটার ইচ্ছা পোষণ করেছিলাম। কিন্তু বোনাস না পেয়ে সে ইচ্ছে পূরণ হল না। এ ব্যাপারে সোনালী ব্যাংক ব্যবস্থাপক জাহিদুল ইসলাম জাহিদ জানান, ১ জুলাই থেকে ব্যাংক বন্ধ হওয়ায় শিক্ষক-কর্মচারীদের বোনাসের টাকা প্রদান করা সম্ভব হয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন