উত্তরপত্রে ১০০ টাকা রেখে দেবে। তাতেই পরীক্ষায় পাস করে যাবে। কোনও সমস্যা হবে না। ক্ষুদে শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির পরামর্শ না দিয়ে অসৎ উপায়ে কীভাবে পরীক্ষায় পাস করা যাবে, সেটাই শেখাচ্ছেন ভারতের উত্তরপ্রদেশের একটি স্কুলের প্রিন্সিপাল। জানা গেছে, পড়ুয়াদের বাবা-মায়ের উপস্থিতিতেই এই কান্ড ঘটিয়েছেন তিনি। ভারতের সব রাজ্যেই মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শুরু হওয়ার আগেই এই ঘটনা ঘটিয়েছেন উত্তরপ্রদেশের মাউ জেলার ওই প্রাইভেট স্কুলের প্রিন্সিপাল। ঘটনাটির একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে স্কুলের প্রিন্সিপালকে বলতে শোনা গেছে, ‘আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কোনও ছাত্রই পরীক্ষায় ফেল করবে না। কারও ভয় পাবার কোনও কারণ নেই। নিজেদের মধ্যে কথা বলেও তোমরা লিখতে পার। ভয় পাবে না। যারা পাহারা দিতে আসবেন, তারা প্রত্যেকেই আমার বন্ধু। যদি ধরাও পড়ে যাও, কোনও সমস্যা নেই। দুটো চড় হয়ত মারবে সেই শিক্ষক। একটু সহ্য করে নিও। আর উত্তরপত্রে ১০০ টাকা রেখে দিয়ে এসো। যিনি খাতা দেখবেন, তিনি ওই টাকা পেলেই সব নম্বর দিয়ে দেবে তোমাদের।’ এনডিটিভি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন