ভারতের উত্তরপ্রদেশে দুজনের শরীরে ‘কাপ্পা’ প্রজাতির সংক্রমণ ধরা পড়েছে। তবে রাজ্যের কোন জেলায় এই নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে, তার উৎসস্থলের নাম জানানো হয়নি। এই কাপ্পা প্রজাতি আসলে কী, জেনে নেয়া যাক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ভারতে কাপ্পার প্রথম খোঁজ মিলেছিল ২০২০ সালের অক্টোবার মাসে। বি.১.৬১৭.২’কে যেখানে ডেল্টা নামে ডাকা হচ্ছে, বি.১.৬১৭.১ রূপী ভাইরাসের নামকরণ হয় কাপ্পা। ডেল্টার মতোই কাপ্পাতেও দু’টো মিউটেশন হয়েছে, ইই৪৮৪কিউ এবং এল৪৫২আর। ‘ল্যাম্বডা’ যা ইতোমধ্যে ৩০টি দেশে ছড়িয়ে পড়েছে, তার মতোই কাপ্পার ওপরও নজর রাখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে এখনই করোনার এই রূপ নিয়ে খুব বেশি উদ্বেগ প্রকাশ করেনি সংস্থাটি। উত্তরপ্রদেশের স্বাস্থ্য বিভাগের সহকারী মুখ্যসচিব অমিত মোহন প্রসাদ দাবি করেছেন, এই কাপ্পা ভ্যারিয়েন্ট রাজ্যে নতুন নয়। এবিপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন