মিয়ানমার সেনাবাহিনীকে গণহত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করেছে আন্তর্জাতিক বিচার আদালত। সিনিয়র জেনারেল হ্লাইং মিয়ানমার সামরিক বাহিনীর সুপ্রিম কমান্ডার। তার সাথে অস্ট্রেলিয়ান অ্যাম্বাসেডর আন্দেরা ফকনার গত ২৯ জানুয়ারি দেখা করেন। সেনাপ্রধান অস্ট্রেলিয় দূতকে বলেছেন, তিনি তার সৈনিকদের অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণ প্রদান করাতে চায়।- দ্য গার্ডিয়ান
হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, অস্ট্রেলিয়ান দূত গণহত্যার অভিযোগে অভিযুক্ত একটি সেনাবাহিনীর প্রধানের সঙ্গে দেখা করে গণহত্যাকে একরকম বৈধতা প্রদান করেছে।
জেনারেল হ্লাইংকে মিয়ানমারের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি বিবেচনা করা হয়। তার অফিস জানিয়েছে, অস্ট্রেলিয়ার সঙ্গে কিভাবে আরও সম্পর্কোন্নয়ন করা যায় সে বিষয়ে দূতের সঙ্গে আলাপ করেছেন তিনি।
এছাড়াও তারা রোহিঙ্গাদের উপর চালানো অভিযানের বৈধতার বিষয়েও আলোচনা করেছেন। জেনারেল হ্লাইং আবারও বলেছেন, তার দেশের নিরাপত্তার স্বার্থে এই অভিযান ছিলো অত্যন্ত জরুরি।
অস্ট্রেলিয়া একমাত্র পশ্চিমা দেশ, যারা মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সামরিক সম্পর্ক রেখেছে। প্রতিবছর তারা দেশটিকে প্রশিক্ষণ বাবদ ৪ লাখ ডলারের সহায়তা প্রদান করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন