শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আন্দোলনে নামছে ৮ জেলার বাস মালিক-শ্রমিকরা

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে বিআরটিসির বাসসহ থ্রি-হুইলার এবং ভাড়ায় চালিত মোটর সাইকেল বন্ধের দাবিতে আন্দোলনে নামছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মালিক-শ্রমিক আঞ্চলিক ঐক্য পরিষদের ব্যানারে ৮ জেলার বাস মালিক-শ্রমিকরা। বরিশাল বিভাগের ৬ জেলাসহ বাগেরহাট ও খুলনা জেলার বাস মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা গত বৃহস্পতিবার নগরীতে এক সভায় এ সিদ্ধান্ত নিয়েছে।

ঐক্য পরিষদের আহŸায়ক ও বরিশাল বিভাগীয় মালিক-শ্রমিক সমম্বয় পরিষদের সভাপতি কাওছার হোসেন শিপন জানান, বাস চলাচলরত রুটগুলোতে অনিয়মতান্ত্রিকভাবে ‘বিআরটিসির বাস’ এবং থ্রি-হুইলার যানবাহন ও ভাড়ায় চালিত মোটর সাইকেল চলছে। এছাড়াও এসব রুটে রুট পারমিটহীন ব্যানার সম্বলিত দূরপাল্লার পরিবহন চলাচল করায় প্রকৃত পরিবহন মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন