বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দোষারোপের যুদ্ধে যুক্তরাষ্ট্র-রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

করোনা ভাইরাস নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কথার লড়াই শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, রাশিয়ার সঙ্গে সম্পর্ক আছে এমন একাউন্ট থেকে দাবি করা হচ্ছে যে, করোনা ভাইরাস মহামারি ছড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এমন ভুল তথ্য ছড়িয়ে দেয়ার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার, ফেসবুক ও ইন্সটাগ্রাম সহ বিভিন্ন মাধ্যমে হাজার হাজার প্রোফাইল থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ওই অভিযোগ ছড়িয়ে দেয়া হচ্ছে। এ অভিযোগের প্রেক্ষিতে শনিবার জবাব দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা এমন অভিযোগকে ভুয়া বলে আখ্যায়িত করেছে। রাশিয়ার বার্তা সংস্থা তাস-এর কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভ বলেছেন, এটা হলো ইচ্ছাকৃত একটি মিথ্যা কাহিনী। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। নতুন করোনা ভাইরাস সংক্রমণে মারা গেছেন কমপক্ষে ২৩৪৮ জন। এর বেশির ভাগই চীনে। আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৭৬ হাজার। কোথা থেকে এলো এই ভাইরাস, এর উৎস কি তা অনুসন্ধানে ব্যস্ত বিজ্ঞানীরা। একই সঙ্গে এর টীকা আবিষ্কারের জন্য তাদের চেষ্টার ত্রু টি নেই। এমন অবস্থায় এই ভাইরাসের উৎস সম্পর্কে ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছে রাশিয়ান কুৎসা রটানো কিছু মানুষ- এমন অভিযোগ যুক্তরাষ্ট্রের। তারা আরো বলছে, ষড়যন্ত্রমূলক তত্ত্ব, যা বেশ কয়েকটি ভাষায় অনলাইনে
প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, নতুন করোনা ভাইরাস হলো চীনের বিরুদ্ধে (যুক্তরাষ্ট্রের) অর্থনৈতিক যুদ্ধ। ইউরোপ এবং ইউরেশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ রিকার বলেছেন, করোনা ভাইরাস সম্পর্কে এভাবে মিথ্য কথা প্রচার করার মাধ্যমে রাশিয়ান কুৎসা রটানো কিছু মানুষ আরো একবার জনস্বাস্থ্যকে হুমকিতে ফেলা বেছে নিয়েছে। তাস, বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন